যশোর, ১৪ এপ্রিল – উৎসব, আনন্দ ও সাংস্কৃতিক বৈচিত্র্যে মুখর হয়ে উঠেছিল যশোরের কালেক্টরেট চত্বর। বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ৩২টিরও বেশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন।
এ সময় দেশব্যাপী নববর্ষের অন্যতম প্রধান আকর্ষণ ‘মঙ্গল শোভাযাত্রা’র প্রথম উদ্যোক্তা হিসেবে পরিচিত চারুশিল্পী মাহবুব জামাল শামীম-কে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম সম্মাননা স্মারক ও একটি চেক তুলে দেন তাঁর হাতে।
এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন জেলার রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। তারা নববর্ষ উদযাপন এবং মাহবুব জামাল শামীমের অবদানকে স্মরণ করে বলেন, “বাংলা সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দিতে তাঁর ভূমিকা অনন্য।”
নববর্ষ উদযাপনের অংশ হিসেবে চত্বরজুড়ে দেখা যায় আলপনা, মুখোশ, পান্তা-ইলিশ আর লোকজ সংস্কৃতির প্রাণবন্ত বহিঃপ্রকাশ। শিশু, তরুণ, বৃদ্ধ—সবাই মেতে ওঠেন উৎসবের উচ্ছ্বাসে।
আয়োজকরা জানান, বছরের প্রথম দিনটি বাঙালির প্রাণের দিন। ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এই দিনটিকে আরও তাৎপর্যময় করে তুলতেই এই সম্মাননা প্রদান এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন