রূপগঞ্জ, নারায়ণগঞ্জ – নতুন আশা আর উদ্দীপনায় মুখরিত হয়ে উঠেছে পুরো রূপগঞ্জ। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা।
রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স থেকে বের হওয়া এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে।
পরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। লোকসংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। একই সঙ্গে বসে গ্রামীণ মেলা, যেখানে দেখা যায় হালখাতা, পাট-পণ্য, হস্তশিল্পসহ নানা ঐতিহ্যবাহী উপকরণ।
নববর্ষ মানেই কেবল উৎসব নয়, বরং নতুন লেনদেনের সূচনা। দিনটিকে কেন্দ্র করে হালখাতা খুলেছেন ব্যবসায়ীরা। পুরনো হিসাব-নিকাশ চুকিয়ে নতুন হিসাব শুরুর মধ্য দিয়ে বাংলা বছরের সূচনাকে আরও তাৎপর্যময় করে তুলেছেন বেপারি-বণিকেরা।
স্থানীয় প্রশাসন জানায়, নববর্ষ উদযাপনকে ঘিরে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু ব্যবস্থাপনা। প্রাণবন্ত এই আয়োজন রূপগঞ্জবাসীর মনে এনে দিয়েছে এক নতুন প্রেরণা ও আনন্দের বার্তা।

একটি মন্তব্য পোস্ট করুন