উত্তরায় ‘টাইগার বার’-এ র‍্যাবের অভিযান: অবৈধভাবে পরিচালিত বারে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ৪



ঢাকা, ২৩ এপ্রিল — রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত ‘টাইগার বার’-এ র‍্যাবের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ জব্দ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে শুরু হওয়া এই অভিযান চলে প্রায় চার ঘণ্টা। অভিযানে বারের তিনটি ফ্লোর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার ক্যান।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই বার পরিচালনা করে আসছিল। বিদেশি মদের ক্ষেত্রে ছিল না কাস্টমস ক্লিয়ারেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অনুমতিপত্র।

অভিযানের সময় বারটির মালিক র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও, ম্যানেজার, ক্যাশিয়ারসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

র‍্যাব কর্মকর্তারা জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আরও জানান, এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language