ঢাকা, ২৪ এপ্রিল — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বাবার ঠিকাদারি লাইসেন্স ইস্যুতে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।” তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে এক সাংবাদিক তার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে বিষয়টি যাচাই করে নিশ্চিত হন—জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে তার বাবা একটি লাইসেন্স গ্রহণ করেছিলেন।
আসিফ মাহমুদ জানান, তার বাবা একজন স্কুলশিক্ষক—আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় এক ঠিকাদারের অনুরোধে এবং তাকে সুবিধা করে দেওয়ার জন্য বাবার পরিচয় ব্যবহার করে লাইসেন্স গ্রহণ করা হয়।
তবে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় বাবার এমন উদ্যোগকে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বলে উল্লেখ করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, “আমি স্পষ্টভাবে বুঝিয়েছি, বিষয়টি স্বচ্ছতার পরিপন্থী। তাই আজ বাবার আবেদনের ভিত্তিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রের যেকোনো নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে লাইসেন্স নিতে পারে, কিন্তু আমার অবস্থান বিবেচনায় বাবার এমন পদক্ষেপ অনুচিত ছিল।”
ঘটনাটি ইতোমধ্যে গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে পরিস্থিতি স্বচ্ছভাবে উপস্থাপন ও ব্যবস্থা গ্রহণ করায় অনেকেই তার এই দৃষ্টান্তমূলক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন