ঢাকা, ২৪ এপ্রিল — দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। এ কারণে সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকার আবহাওয়ার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, দেশের দুইটি বিভাগসহ ছয়টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে কোন কোন জেলা এই তাপপ্রবাহে আক্রান্ত, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আবহাওয়া বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্ক থাকার এবং প্রয়োজনবোধে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করার পরামর্শ দিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন