ঢাকা, ২৪ এপ্রিল: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল হাসান পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই নারী শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর জুরাইন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক শিক্ষার্থীরা হলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ছাত্রী ফারিয়া হক টিনা।
এর আগে, হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগে এই দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের তথ্য জানানো হয়।
এদিকে, পারভেজ হত্যা মামলায় এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. মাহাথির হাসান আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর ফলে আলোচিত এই মামলায় এখন পর্যন্ত মোট দুইজন আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এর আগে আরেক আসামি আল কামাল শেখও আদালতে স্বীকারোক্তি দেন।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের চূড়ান্তভাবে শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন