মুম্বাই, ১৫ এপ্রিল:
বলিউড সুপারস্টার সালমান খান ফের ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন। এবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে খুন এবং তার বাড়ি ও গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সোমবার (১৪ এপ্রিল) হোয়াটসঅ্যাপে পাঠানো একটি বার্তায় ওই ব্যক্তি সালমান খানের বাসায় ঢুকে তাকে হত্যা করবে বলে হুমকি দেয়। একই সঙ্গে তার গাড়িতে বিস্ফোরণ ঘটানোর কথাও উল্লেখ করে।
হুমকির বার্তা পাঠানো ফোন নম্বরটি ইতোমধ্যে ট্র্যাক করতে শুরু করেছে মুম্বাই পুলিশ। পাশাপাশি, পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার সঙ্গে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না। কারণ, অতীতেও এই গ্যাং সালমান খানকে একাধিকবার হুমকি দিয়েছে এবং তার বাড়ির সামনে গুলি ছোঁড়ার মতো ঘটনাও ঘটিয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র সরকার সালমান খানের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করেছে। তার বাসভবনের সামনে বাড়ানো হয়েছে পুলিশের টহল এবং নজরদারি ব্যবস্থা।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে নিয়মিত হুমকি পাওয়ার কারণে অভিনেতা সালমান খান বর্তমানে 'ওয়াই ক্যাটাগরি' নিরাপত্তা পাচ্ছেন, যাতে সশস্ত্র নিরাপত্তা দল সব সময় তার সঙ্গে থাকে।
মুম্বাই পুলিশ এ ঘটনার তদন্তে পূর্ণ মনোযোগ দিচ্ছে এবং শিগগিরই হুমকিদাতাকে শনাক্ত ও গ্রেফতার করার আশ্বাস দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন