ব্রেকিং নিউজ

টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত


টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারী ড্রাম ট্রাকের চাপায় এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ জানান, ঈদের ছুটিতে বাড়ি আসেন আনসার সদস্য শফিউল্লাহ। শুক্রবার ভোরে নামাজ শেষে হাঁটতে বের হলে হাসপাতালের সামনে মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

পরে নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান ওসি শোয়েব আহমেদ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language