ঢাকা, ২২ এপ্রিল: রাজধানীর আজিমপুর-মিরপুর সড়কে আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষ ইট-পাটকেল ছোড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, ধানমন্ডিতে সোমবার তাদের এক সহপাঠীকে মারধর করে কয়েকজন অজ্ঞাত যুবক। তাদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করা হচ্ছে। পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে বলে মনে করছেন তারা।
সংঘর্ষের আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে সিটি কলেজের সামনে জড়ো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে সিটি কলেজের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে ততক্ষণে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেট লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করে।
ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
এর আগে, গত ১৫ এপ্রিল রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন।

একটি মন্তব্য পোস্ট করুন