ব্রেকিং নিউজ

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে


১৬ মে থেকে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের সুবিধার্থে আগামী ১৬ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস-ট্রাক মালিকদের সংগঠন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বুধবার (১৪ মে) বিকেলে সাংবাদিকদের জানান, “আগামী ১৬ মে থেকে যাত্রীরা ২৯ মে’র অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।”

তিনি আরও জানান, টিকিট সংগ্রহ করা যাবে অনলাইন ও সরাসরি কাউন্টার—দুই মাধ্যমেই। তবে কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইনেই টিকিট সরবরাহ করবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, “বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সকল পরিবহন মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে।”

যাত্রী সাধারণকে নির্ধারিত মাধ্যম ব্যবহার করে অগ্রিম টিকিট সংগ্রহ এবং যাত্রা পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language