তিন দফা দাবি আদায়ে অনড় জবি শিক্ষার্থীরা, উপদেষ্টার আশ্বাসে শান্ত নয় আন্দোলনকারীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান সংকট সমাধানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের আশ্বাস সত্ত্বেও তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) দিবাগত রাত ১২টায় কাকরাইল মসজিদের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা একযোগে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
শামসুল আরেফিন বলেন, "আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কাকরাইল মসজিদের সামনেই আমাদের অবস্থান চলবে। যদি শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়, তার দায় সংশ্লিষ্ট উপদেষ্টাদেরই নিতে হবে।"
এর আগে, রাত ১০টার দিকে কাকরাইল মসজিদের পাশে পুলিশি ব্যারিকেডের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আশ্বাস দেন, "আপনারা ন্যায্য দাবিতে মাঠে নেমেছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।"
তবে এ আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি, আলোচনা নয়, দাবি পূরণের নিশ্চয়তা ছাড়া আন্দোলন বন্ধ হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন