অন্তর্বর্তীকালীন সরকার এখনও জনগণের কাছে গ্রহণযোগ্য: আল–জাজিরাকে ড. মুহাম্মদ ইউনূস

 



ঢাকা, ২৭ এপ্রিল:
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারই জনগণের জন্য এখনো সবচেয়ে ভালো সমাধান বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রোববার (২৭ এপ্রিল) আল–জাজিরা তাদের ওয়েবসাইটে ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে সাক্ষাৎকারটি প্রকাশ করে।

সাক্ষাৎকারে আল–জাজিরার পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়, "শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির যে ‘মধুচন্দ্রিমা’ চলছিল, তা কি এখন শেষ হয়ে এসেছে? এবং বর্তমান সরকারকে কি বড় চ্যালেঞ্জগুলোর স্পষ্ট জবাব দিতে হবে— বিশেষ করে পুরনো ক্ষমতাধরদের প্রভাব এবং লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর সমস্যার মতো ইস্যুতে?"

জবাবে ড. ইউনূস বলেন, "মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের মানুষ এখনো মনে করে অন্তর্বর্তী সরকারই তাদের জন্য ভালো সমাধান। জনগণ এখনই সরকারকে সরে যেতে বলছে না। বরং তারা প্রত্যাশা করছে, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ ও ভালো নির্বাচন আয়োজন করবে। দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি আপাতত জনগণের পক্ষ থেকে আসছে না।"

সাক্ষাৎকারে ড. ইউনূস রোহিঙ্গা সংকট, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল কর্মকাণ্ড এবং আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়েও বক্তব্য রাখেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language