ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট, আদেশ বুধবার



ঢাকা, ২০ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণ থেকে বিরত রাখতে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামীকাল বুধবার (২১ মে) দিন ধার্য করেছেন।

রিট আবেদনে দাবি করা হয়েছে, ইশরাক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বিচারাধীন রয়েছে এবং এসব বিবেচনায় তাকে মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

এ বিষয়ে আগামীকাল আদালতের আদেশের দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language