ঢাকা, ২০ মে ২০২৫
বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে রাজধানীতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে ওই মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, পল্টন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে কাকরাইলের দিকে এগিয়ে আসেন শ্রমিকরা। তারা দাবি তোলেন, বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের অধীন পাঁচটি কারখানার শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন এবং সব পাওনা ত্রিপক্ষীয় চুক্তির আলোকে দ্রুত পরিশোধ করতে হবে।
‘উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান’ শীর্ষক ব্যানার হাতে আন্দোলনকারীরা বিক্ষোভে অংশ নেন। তারা জানান, প্রায় ১৮ মাস আগে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে হাজার হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় কাকরাইল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে শ্রমিকদের সঙ্গে এখনো কোনো ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে গণঅনশন কিংবা আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।
একটি মন্তব্য পোস্ট করুন