ঢাকা, ২০ মে ২০২৫
রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মাত্র দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বিকেল ৩টা ২০ মিনিটে তিনি মুক্তি পান।
কারামুক্তির পর বিকেল ৪টা ২০ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পোস্টে লেখা হয়,
"সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিক
অসুস্থতার কারণে আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে।"
নুসরাত ফারিয়ার মুক্তির সময় কারাগারের সামনে উপস্থিত ছিলেন তার আত্মীয়-স্বজন ও অসংখ্য ভক্ত। তবে কারো সঙ্গে দেখা না করেই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি প্রাইভেট গাড়িতে করে কারাগার ত্যাগ করেন। তিনটি গাড়ি কারাগারের ফটক অতিক্রম করলেও তিনি কোনটিতে ছিলেন, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালত থেকে ই-মেইলের মাধ্যমে জামিনের আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছায়। অভিনেত্রীর চাচাতো বোন লামিয়া জানান, দুপুর ৩টার দিকে তিনি কারাগার থেকে বের হবেন—তবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
প্রসঙ্গত, গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকায়। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং গ্রেফতার দেখিয়ে নেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশের মিন্টো রোড কার্যালয়ে। সোমবার তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভাটারা থানায় দায়েরকৃত জুলাই-আগস্ট মাসের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার জামিন শুনানির পূর্ণাঙ্গ পর্ব অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।
একটি মন্তব্য পোস্ট করুন