ব্রেকিং নিউজ

উপদেষ্টা মাহফুজের মাথায় জবি শিক্ষার্থীদের বোতল নিক্ষেপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে উত্তেজনা: উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিকে ঘিরে চলমান আন্দোলনের সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর মাথার দিকে পানির বোতল নিক্ষেপ করা হয়। এ ঘটনার পরপরই তিনি বক্তব্য শেষ না করেই স্থানটি ত্যাগ করেন।

ঘটনাটি ঘটে বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে, রাজধানীর কাকরাইল মসজিদের পাশে পুলিশি ব্যারিকেডের সামনে। ওই সময় উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন।

বোতলটি কারা ছুঁড়ে মেরেছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language