ব্রেকিং নিউজ

মোহাম্মদপুরে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ জন গ্রেপ্তার


মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘লও ঠেলা’র ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চাপাতি ও ধারালো অস্ত্র

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং 'লও ঠেলা' গ্রুপের ৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক চাপাতি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১৪ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজারের মেকআপ খান রোড ও বোর্ড গার্ড এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় কিশোর গ্যাং 'লও ঠেলা'র ৯ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে রায়েরবাজারের আজিজ খান রোড, মেকআপ খান রোড ও প্রেমতলা গলিতে ‘লও ঠেলা’ গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে চাপাতি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাং সদস্যদের এমন তাণ্ডব ও সন্ত্রাসী আচরণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language