সরকারি সফরে রাশিয়া পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চারদিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে মতবিনিময় করবেন।
সফরকালে তিনি রাশিয়ার কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র উৎপাদন কারখানাও পরিদর্শন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সফরের মাধ্যমে সামরিক কূটনীতির পরিসর আরও বিস্তৃত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন সেনাপ্রধান।
একটি মন্তব্য পোস্ট করুন