যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি: পর্যালোচনায় বসলো সরকার, ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত



ঢাকা, ৬ এপ্রিল:

বাংলাদেশের রফতানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক আরোপ করায় পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর ইউএসটিআর-এর কাছে দুটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


রোববার বিকেলে অর্থ উপদেষ্টার দফতরে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


তিনি বলেন, "একটি চিঠি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো হবে। অন্যটি বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে যাবে ইউএসটিআর-এর কাছে।"


চিঠির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, "এ বিষয়ে আলোচনা চলছে। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টরা মতামত দিয়েছেন। বাংলাদেশ যেসব কর্মপরিকল্পনা গ্রহণ করছে, সেগুলোর বিস্তারিত চিঠিতে উল্লেখ থাকবে। চিঠিগুলো ব্যবসাবান্ধব হবে এবং বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে, যাতে উভয় দেশই লাভবান হতে পারে।"


তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় বাজার, সেখানে বাংলাদেশের রফতানির বিস্তারের এখনও অনেক সুযোগ রয়েছে।"


বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে পাঁচটা পর্যন্ত চলা এই পর্যালোচনা সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চারজন উপদেষ্টা, চারজন ব্যবসায়ী প্রতিনিধি, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, ১০ জন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার নির্বাহী চেয়ারম্যানসহ অনেকে।


বৈঠক শেষে উপদেষ্টারা ও ব্যবসায়িক প্রতিনিধিরাও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language