আন্তর্জাতিক করিডরের নামে দেশের নিরাপত্তা হুমকিতে: ফজলুর রহমান
আন্তর্জাতিক করিডরের নামে দেশের সীমান্ত উন্মুক্ত করে ভৌগোলিক নিরাপত্তা হুমকির মুখে ফেলা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি এই করিডরকে শুধুই বাণিজ্যিক নয়, একটি ‘গভীর ষড়যন্ত্র’ বলেও আখ্যায়িত করেছেন।
শনিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “আন্তর্জাতিক করিডরের আড়ালে ভিন্নধর্মী শক্তিকে স্থান করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আরাকানদের করিডর দিয়ে সীমান্তবর্তী এলাকায় আরেকটি ‘ইসরায়েল’ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এটা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্র—যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
‘নির্বাচন নেই আলোচনায়, সংকটে গণতন্ত্র’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “আজ সব বিষয়ে আলোচনা হয়, কিন্তু নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই। এটি সুস্থ রাজনীতির সংকটকে স্পষ্ট করে। অনির্বাচিত শাসন দীর্ঘমেয়াদে একটি জাতির জন্য ধ্বংস ডেকে আনে।”
পর্যটন খাতে ‘পরিকল্পিত বঞ্চনার’ অভিযোগ
পর্যটন খাতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, “সেন্টমার্টিনে সাধারণ মানুষ যেতে পারছে না। ফেরি-স্টিমার অকার্যকর হয়ে পড়ে আছে। স্থানীয় ব্যবসায়ীরা হাজার কোটি টাকার সম্ভাবনা থেকে বঞ্চিত হচ্ছেন। এটি শুধুই অব্যবস্থা নয়, বরং একটি পরিকল্পিত রাষ্ট্রীয় বঞ্চনার ফল।”
জাতীয় ঐক্যের আহ্বান
ফজলুর রহমান বলেন, “বর্তমান সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। যদি বিভাজনের রাজনীতি বন্ধ না হয় এবং একটি স্বচ্ছ নির্বাচন ও সমঅধিকারের পরিবেশ নিশ্চিত না করা হয়, তবে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়তে পারে।”
সীমান্ত ও জলসম্পদ ইস্যুতে উদ্বেগ
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে আমি জমি কিনতে পারব না কেন? এটা তো আমারই দেশ। অথচ ভারতের স্বার্থে করিডর দেওয়া হচ্ছে। লাখো মানুষ পানির সংকটে ভুগছে, অথচ সরকার নির্বিকার।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “আমরা চাই না এই দেশ গাজার মতো হোক। আবার এটাও চাই না যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন দিল্লির মুখ্যমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হন। আমাদের জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে অন্যদের উপস্থিতি
সম্মেলনে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক হামিদ মোহাম্মদ জসিম ও ফোরাম সেক্রেটারি এরফানুল হক নাহিদ।
একটি মন্তব্য পোস্ট করুন