সিআইডির এসিপি প্রদ্যুমন আর নেই



জনপ্রিয় টিভি সিরিজ সিআইডি-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্র এসিপি প্রদ্যুমন আর থাকছেন না পর্দায়। সামাজিক যোগাযোগমাধ্যমে “#RestInPeaceACP” হ্যাশট্যাগে ছড়িয়ে পড়া বার্তার পর থেকেই আলোচনার ঝড় ওঠে—কি সত্যিই চলে গেলেন শিবাজি সাতম? বাস্তব নয়, বিদায়টা পর্দায়।


অভিনেতা শিবাজি সাতম দীর্ঘ দুই দশক ধরে সিআইডি-তে এসিপি প্রদ্যুমন চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন। এই চরিত্রটির বুদ্ধিদীপ্ত নেতৃত্বে সমাধান হয়েছে অসংখ্য অপরাধকাণ্ড। দক্ষিণ এশিয়াসহ অনেক দেশের দর্শকদের হৃদয়ে শক্ত আসন গেড়ে নেওয়া এই চরিত্র এবার স্থায়ী বিদায় নিচ্ছে সিরিজ থেকে।


সনি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানায়, "ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।" এই ঘোষণার পর থেকেই অনেকেই ধরে নেন অভিনেতা শিবাজি সাতম বাস্তবেই মারা গেছেন। তবে পরবর্তীতে বিষয়টি পরিষ্কার করা হয়—তিনি কেবল সিরিজ থেকে বিদায় নিচ্ছেন।


সিরিজের একটি আসন্ন পর্বে বোমা বিস্ফোরণে মারা যাবেন এসিপি, আর সেই দৃশ্যধারণ ইতোমধ্যেই শেষ হয়েছে। নতুন মৌসুমের সম্প্রচার শুরু হয়েছে গত ২১ ফেব্রুয়ারি থেকে, যেখানে রয়েছে ১৮টি পর্ব। প্রতিসপ্তাহে শনিবার ও রবিবার দুইটি করে পর্ব প্রচার হচ্ছে সনি টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ।


উল্লেখ্য, সিআইডি প্রথম প্রচার শুরু হয় ১৯৯৮ সালে এবং ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত চলেছিল ধারাবাহিকভাবে। দীর্ঘ ছয় বছর বিরতির পর আবারও ফিরেছে সিরিজটি, তবে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে। এসিপি প্রদ্যুমনের আগে বিদায় নিয়েছেন ইন্সপেক্টর ফ্রেডরিক্স চরিত্রটিও। তবে ইন্সপেক্টর দয়া, অভিজিৎসহ অন্যান্য চরিত্রগুলো নতুন সিজনেও থাকছেন।


ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক আবেগঘন বিদায়। যিনি পর্দায় ছিলেন অপরাধ দমনের প্রতীক, সেই এসিপি প্রদ্যুমনের অনুপস্থিতি ভবিষ্যতের পর্বগুলোয় যে অনুভব করাবে এক শূন্যতা—তা বলাই বাহুল্য।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language