ঢাকা, ১০ এপ্রিল: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন দায়িত্বের আওতায় তিনি এখন রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কাজ করবেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা করবেন তিনি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ড. খলিলুর রহমানের নতুন পদবি হবে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ নভেম্বর ড. খলিলুর রহমানকে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সংকট এবং জাতীয় নিরাপত্তা—দুই ক্ষেত্রেই ড. খলিলুর রহমানের কূটনৈতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন