ঢাকা, ১০ এপ্রিল: আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার দেশের বিভিন্ন বোর্ডে অংশ নিচ্ছেন ১৯ লাখ ২৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী।
এমন সময়েই পরীক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমধর্মী শুভকামনা পোস্ট দিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ। বুধবার (৯ এপ্রিল) রাত ৯টা ৩ মিনিটে পেজটি থেকে পোস্টটি প্রকাশ করা হয়।
পোস্টে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির একটি ছবি ব্যবহার করা হয়েছে, যেখানে তাঁকে ‘থামস আপ’ দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা, "দৃষ্টিকোণ: এসএসসি পরীক্ষার শুভকামনা"।
তবে পোস্টটি প্রথম দেখায় মনে হতে পারে, যেন স্কালোনি নিজেই পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়েছেন। বাস্তবে এটি একটি কাস্টমাইজড বা লোকেশন-ভিত্তিক পোস্ট, যা শুধুমাত্র বাংলাদেশের ব্যবহারকারীরাই দেখতে পাচ্ছেন।
কমেন্ট সেকশনে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ একে পেজের রিচ বাড়ানোর "চমৎকার কৌশল" হিসেবে দেখছেন, আবার কেউ সিরিয়াসভাবে ধরে নিয়েছেন স্কালোনি সত্যিই শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই আবার মজার ছলে মন্তব্য করেছেন, "এবার মনে হয় বোর্ড পরীক্ষায় মেসির জাদুও লাগবে!"
এর আগেও বাংলাদেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ জাতীয় নানা উপলক্ষে ফিফার পেজ থেকে বাংলা ভাষায় কাস্টম পোস্ট দেখা গেছে।
এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়েছেন দেশের নানা মহলের মানুষ। এবার সেই তালিকায় ফিফা-স্কালোনির 'মজাদার শুভেচ্ছাও' যুক্ত হলো, যা পরীক্ষার আগের রাতেই তরুণদের মাঝে আনন্দের মুহূর্ত তৈরি করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন