ঢাকা, ১০ এপ্রিল: আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী। তাঁর সফরে সঙ্গে থাকবেন অন্তত ২০০ বিনিয়োগকারী। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
বুধবার (৯ এপ্রিল) চলমান বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের কার্যক্রম শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান এ কথা জানান।
তিনি বলেন, “চীনের হানডা কোম্পানির সঙ্গে ইতোমধ্যে দেড়শো কোটি ডলারের একটি বিনিয়োগ চুক্তি হয়েছে। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র সাথেও একটি চুক্তি সম্পন্ন হয়েছে।”
এ সময় আশিক চৌধুরী জানান, প্রতিরক্ষা শিল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। শুধুমাত্র কারিগরি সহায়তা নয়, বরং উৎপাদনমুখী বিনিয়োগই হবে প্রধান লক্ষ্য। এর জন্য ভবিষ্যতে ‘মিলিটারি ইকোনমিক জোন’ গঠনের বিষয়েও ভাবা হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে, আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ড গ্রুপ কক্সবাজারের মাতারবাড়ির কাছে একটি ফ্রি ট্রেড জোন স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান।
বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজন করা হয় একটি বিশেষ প্রদর্শনী। এতে অংশ নেয় দেশের ৩০টি স্টার্টআপ ও প্রতিষ্ঠান। উদ্যোক্তারা বস্ত্র, শিক্ষা উপকরণ, কৃষিজ পণ্য, খাদ্যদ্রব্য এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন খাতের নতুন পণ্য ও উদ্ভাবন তুলে ধরেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্মেলন দেশীয় এবং বৈদেশিক বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে এবং দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
একটি মন্তব্য পোস্ট করুন