ঈদ উপলক্ষে কঠোর আইন-শৃঙ্খলা নির্দেশনা, বাল্কহেড ও অতিরিক্ত যাত্রীবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা



ঢাকা, ১৯ মে ২০২৫ — আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা।

তিনি জানান, ঈদের সময় গরুর হাট, পরিবহন ও জননিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মহাসড়কের পাশে কোনো গরুর হাট বসতে পারবে না বলে জানিয়ে তিনি বলেন, “গরুর হাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে হবে। গরু রাস্তা দিয়ে নামানো যাবে না। হাটের ভেতর গাড়ি নিয়ে গিয়ে গরু নামাতে হবে।”

এছাড়া গরু পরিবহনের সময় ব্যানারে হাটের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঈদের পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পর তিন দিন পর্যন্ত বাল্কহেড চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। রাতে কোনো সময়েই বাল্কহেড চলতে দেওয়া হবে না। গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করাও নিষিদ্ধ, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে নুসরাত ফারিয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিনি (নুসরাত ফারিয়া) কী করছেন, তা আমি জানি না। তবে আমরা চাই কেউ যেন বিনা কারণে শাস্তি না পায়। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।”

ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “তার বিরুদ্ধে কোনো মামলা নেই।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ প্রস্তুতি নিচ্ছে এবং সার্বক্ষণিক তদারকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language