ঢাকা, ১৯ মে ২০২৫ – ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দ্রুত ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চারদিনের বিক্ষোভ শেষে সোমবার নগরভবন ঘেরাও কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারীরা। সকাল ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে প্রধান সড়ক অবরোধ করেন তারা, যার ফলে গুলিস্তানসহ আশপাশের এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
বিক্ষোভকারীরা ইশরাক হোসেনের শপথ বিলম্বিত হওয়ার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। এতে গুলিস্তান ছাড়াও বংশাল ও পল্টনমুখী সড়কগুলোতেও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, গেজেট প্রকাশের পরও শপথ অনুষ্ঠানে বিলম্ব আইন ও আদালতের সিদ্ধান্তের প্রতি চরম অবজ্ঞা। তারা হুঁশিয়ার করে বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভকারীরা নগরভবনের সামনে সমবেত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে আসা ছোট ছোট মিছিল নিয়ে।
এর আগে, শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল, কিন্তু তাপস প্রভাব খাটিয়ে তা আটকে দেন। সে সময় আদালত ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তবে আমরা সব আইনি প্রক্রিয়া মেনে আদালতের রায় পেয়েছি। এখন যারা আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলছেন, তারা আসলে আদালত অবমাননা করছেন।”
তিনি আরও জানান, গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে এখনও শপথ করানো হয়নি। “আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত,” বলেন বিএনপি নেতা ইশরাক।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ একটি ট্রাইব্যুনালের রায়ে ওই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট প্রকাশ বিষয়ে পরামর্শ চায়।
এ ঘটনায় ঢাকার জনজীবনে চরম দুর্ভোগ তৈরি হয়েছে এবং রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন