হজ পালনকারীদের মর্যাদা ও আল্লাহর বিশেষ মেহমানত্ব
হজ পালনকারীদের আল্লাহ তায়ালার বিশেষ মেহমান হিসেবে অভিহিত করা হয়েছে। এক হাদিসে বর্ণিত হয়েছে—আল্লাহর রাস্তায় জিহাদকারী, হজ ও উমরাহ পালনকারী—তাঁরা সবাই আল্লাহর 'ওয়াফদ' অর্থাৎ বিশেষ প্রতিনিধি ও মেহমান। আল্লাহ তায়ালা তাঁদের নিজেই আহ্বান করেছেন, আর তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে তাঁরা উপস্থিত হয়েছেন। তাঁরা আল্লাহর কাছে যা কিছু চেয়েছেন, তিনি তা কবুল করেছেন এবং তাঁদের মনোবাসনা পূর্ণ করেছেন।
(সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৪৬১৩)
রাসুলুল্লাহ (সা.) বলেন—
"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করে এবং হজের সময় কোনো অশ্লীল কথা বলে না বা কোনো গোনাহের কাজ করে না, সে হজ থেকে এমন নিষ্পাপ অবস্থায় ফিরে আসে যেভাবে জন্মের দিন সে সম্পূর্ণ পবিত্র ছিল।"
(সহিহ বুখারি, হাদিস: ১৫২১; বর্ণনাকারী: আবু হুরায়রা রা.)
আরেক হাদিসে হজরত জাবির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন:
"হজ ও উমরাহ পালনকারীরা আল্লাহর প্রতিনিধি দল। তারা যখন দোয়া করে, তখন তাদের দোয়া কবুল হয়; আর তারা যখন কিছু চায়, তখন আল্লাহ তায়ালা তা প্রদান করেন।"
(মুসনাদে বাযযার, হাদিস: ১১৫৩)

একটি মন্তব্য পোস্ট করুন