ঢাকা, ১৪ এপ্রিল – বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও ছিল উৎসবের আমেজ। এই উদযাপনে এবার যোগ দিলো বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। পুরোনো বছরের জরা ঝেড়ে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে তারা অংশ নেন বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায়।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত হন আফঈদা, মুনকি, রিপা সহ জাতীয় নারী দলের একাংশ। রঙ-বেরঙের মুখোশ, ঐতিহ্যবাহী পোশাক আর প্রাণচঞ্চলতায় তারা হয়ে ওঠেন শোভাযাত্রার বিশেষ আকর্ষণ। একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন তারা, আর সবাই মিলে গলা মেলান অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশের স্বপ্নে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে। শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষের কাছেও নারী ফুটবল দলের উপস্থিতি ছিল চমকপ্রদ। অনেকে স্মার্টফোনে ছবি তুলে নববর্ষের এই মুহূর্তটিকে করে রাখেন স্মরণীয়।
নারী ফুটবল দলের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে এক তরুণ বলেন, "এমন তারকাদের কাছ থেকে নববর্ষের শুভেচ্ছা পাওয়া সত্যিই বিশেষ অনুভূতি।"
নতুন বছরকে সামনে রেখে ফুটবলারদের মুখেও ছিল আত্মবিশ্বাসের ছাপ—চোখে নতুন স্বপ্ন, পায়ে জয় করার দৃপ্ত অঙ্গীকার।

একটি মন্তব্য পোস্ট করুন