ব্রেকিং নিউজ

সুন্দরবনে সীমান্তে অনুপ্রবেশ: জেলেদের তিনটি নৌকা ও জাল নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে



সাতক্ষীরা, ১৬ এপ্রিল — সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ করে বাংলাদেশি জেলেদের তিনটি নৌকা ও জাল জব্দ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দি নদীর উলোখালী চর এলাকায় এ ঘটনা ঘটে।

শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও কৈখালী এলাকার আটজন জেলে যথাযথ অনুমতিপত্র নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী জেলে রমজান আলী জানান, ১০ এপ্রিল কৈখালী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে তিনটি নৌকায় করে তারা সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান। মঙ্গলবার সন্ধ্যার দিকে সীমান্তের অভ্যন্তরে উলোখালী চর এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বিএসএফ একটি স্পিডবোটে করে এসে তাদের নৌকায় লাঠি দিয়ে আঘাত শুরু করে এবং সবাইকে নামিয়ে দিয়ে তিনটি নৌকা ও জাল নিয়ে যায়।

রমজান আলী আরও জানান, জেলেরা পরে সুন্দরবনের ভেতর দিয়ে পায়ে হেঁটে উপকূলের দিকে রওনা দেন এবং বুধবার (১৬ এপ্রিল) সকালে অন্য জেলেদের সহায়তায় বাড়িতে ফেরত আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমজাননগর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু বলেন, “জেলেরা সবাই নিরাপদে ফিরেছেন, তবে বিএসএফ সম্পূর্ণ অন্যায়ভাবে এই ঘটনা ঘটিয়েছে।”

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম বলেন, “জেলেরা ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়েই মাছ ধরছিলেন। বিএসএফ তাদের তিনটি নৌকা নিয়ে গেছে বলে জানিয়েছে। তাদের অফিসে ডাকা হয়েছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

এ প্রসঙ্গে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, “বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথা হয়েছে। জেলেরা লিখিত অভিযোগ দিলে বিএসএফের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি সীমান্ত নিরাপত্তা ও জেলেদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language