ঢাকা, ১৬ এপ্রিল — দীর্ঘ দেড় দশক পর পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বুধবার দুপুরে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।
বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নিতে এ সফর করছেন আমনা বালুচ। ২০১০ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সূত্রমতে, বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে। ঢাকা চায়, বিগত সময়ে ‘ডিপ ফ্রিজে’ চলে যাওয়া সম্পর্কের নানা জটিলতা এই বৈঠকের মাধ্যমে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা হোক।
এ বৈঠককে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে গত বছর আগস্টে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির পটভূমিতে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক নতুন গতি পায়। ওই মাসেই ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান।
সব মিলিয়ে দেড় দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠক দুই দেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিতে পারে বলে কূটনৈতিক বিশ্লেষকদের মত।

একটি মন্তব্য পোস্ট করুন