ব্রেকিং নিউজ

রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত, মার্কিন প্রতিনিধিদের জানাল দলীয় অবস্থান



ঢাকা, ১৬ এপ্রিল — আগামী জাতীয় নির্বাচন রমজানের আগেই সম্পন্ন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ অবস্থান তুলে ধরেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

দুপুর ২টা থেকে শুরু হওয়া এ বৈঠকে জামায়াত আমির জানান, দলটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিতে আস্থা রাখতে চায়। তবে তিনি বলেন, “জুনের দিকে দেশে ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকে। সে কারণে নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় হবে না। তাই আগামী রমজানের (২০২৬) আগেই নির্বাচন হওয়া জরুরি।”

বৈঠকে জামায়াত ক্ষমতায় গেলে দলটির অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং নারীনীতির রূপরেখা কেমন হবে— সে বিষয়ে মার্কিন প্রতিনিধিরা জানতে চান বলে জানান দলের এক শীর্ষস্থানীয় নেতা। গণতন্ত্র প্রতিষ্ঠায় জামায়াতের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ২০১৩ সালের গণহত্যার দায়ে বিচার দাবির প্রসঙ্গও তোলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, “আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার করতে হবে।”

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং পরে বিকেল ৪টায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন।

এই বৈঠকগুলোকে সামনে রেখে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে নিরপেক্ষ নির্বাচন ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রসঙ্গগুলো আলোচনায় আসায়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language