ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫: ছয় দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এক সংবাদ ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে, একই দাবিতে বুধবার সারাদিন সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ—মহাখালী, মগবাজার ও কারওয়ান বাজারমুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।
শিক্ষার্থীদের মূল দাবির মধ্যে রয়েছে: হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবির পরিবর্তন, এবং সংশ্লিষ্ট মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি।
এদিকে, একই দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা, ফলে মহাসড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী বারবার অনুরোধ জানালেও আন্দোলনকারীরা সড়ক ত্যাগ করেননি। পরে প্রায় দুই ঘণ্টা পর ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।
ফেনীতেও শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন, এতে গুণবতী রেলস্টেশনে দুটি ট্রেন আটকে পড়ে। একইভাবে খুলনার বয়রা জংশন ও দিনাজপুরে রেলপথ অবরোধ করা হয়।
এছাড়া খুলনা ও মুন্সীগঞ্জে বিভিন্ন সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
অবস্থান, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির কারণে বিভিন্ন অঞ্চলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন