ব্রেকিং নিউজ

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন


বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক-এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্ধুপ্রাই।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংককে অনুষ্ঠিত তিন দিনের (২-৪ এপ্রিল) বিমসটেক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ড. ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকটি অংশগ্রহণকারী দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছান তিনি।

বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ ও আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে বাংলাদেশের অংশগ্রহণকে আরও দৃঢ় করার লক্ষ্যেই এই সফর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language