দীর্ঘ নয় দিনের ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ। বরিশালসহ আশপাশের জেলা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের উদ্দেশ্যে যাত্রা করছেন তারা। ফলে রোববার (৪ এপ্রিল) সকাল থেকেই বরিশালের বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল, রূপাতলী বাস কাউন্টার, নদীবন্দর এবং বিভিন্ন টিকিট কাউন্টারে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। কেউ ফিরছেন পরিবারের সদস্যদের সঙ্গে, কেউ বা একাই ফিরছেন নতুন উদ্যমে কর্মজীবনে যোগ দিতে।
বাড়তি চাপ সামাল দিতে পরিবহন মালিকরা অতিরিক্ত ট্রিপ চালু করেছে। তবে অনেক যাত্রী অভিযোগ করেছেন, কিছু পরিবহন প্রতিষ্ঠান এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে। ঢাকাগামী যাত্রী আল-আমিন জানান, “প্রতি বছর ভাড়া কিছুটা বাড়ে বুঝি। কিন্তু এবার ৫০০ টাকার টিকিট ৬৫০ টাকায় নিতে হয়েছে। এটা বাড়াবাড়ি।”
অন্যদিকে, যাত্রীচাপ সামাল দিতে রোববার বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ১৩টি লঞ্চ ছেড়ে গেছে।
পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তা ও মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।
একটি মন্তব্য পোস্ট করুন