ব্রেকিং নিউজ

লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, ঈদের আনন্দে বিষাদের ছায়া


চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি শাইরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো তানজুম (৮) ও রাফি (৫)। তারা আপন ভাই-বোন। ঈদের আনন্দের মাঝে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার দুপুরের দিকে তারা খেলতে গিয়ে নানার বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

তানজুম ও রাফির বাড়ি আমিরাবাদের সুখছড়ি কামার দীঘির পাড়ের নতুন পাড়ায়। তারা লেয়াকতের ছেলে পারভেজের সন্তান।

স্থানীয়রা জানিয়েছেন, এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language