ঈদের ছুটি শেষে প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল ব্যস্ততা। প্রায় সব ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছেছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। যাত্রীরা জানিয়েছেন, ঈদের ছুটির এ যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক। কর্মস্থলে ফেরা ছাড়াও অনেকে যাচ্ছেন বিভিন্ন জেলায়, যারা ঈদের সময় ছুটি পাননি।
দূরপাল্লার বাসগুলোও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন টার্মিনালে এসে পৌঁছাতে শুরু করে। যাত্রীরা জানিয়েছেন, ঈদে এবার সড়কপথে ভোগান্তি প্রায় ছিল না বললেই চলে। মহাসড়কে ছিল সেনা টহল, যা যানজট কমাতে সাহায্য করেছে। বাস টার্মিনালগুলোতেও ছিল বাড়তি নিরাপত্তা। পরিবহন শ্রমিকরাও সন্তোষ প্রকাশ করেছেন এবারের ব্যবস্থাপনা নিয়ে।
অন্যদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর ৪টা থেকেই শুরু হয় লঞ্চ আসা-যাওয়া। বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের প্রতিটি লঞ্চই ছিল যাত্রীতে পরিপূর্ণ। যাত্রীরা জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় সময়মতো গন্তব্যে পৌঁছানো ও যাত্রার নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ ছিল না।
তবে ঢাকায় প্রবেশের সময় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে সদরঘাট এলাকায়। টার্মিনাল এলাকা ও এর আশপাশে যত্রতত্র বাস ও গাড়ি পার্কিং এবং অতিরিক্ত যাত্রীর চাপের কারণে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। যানজটের কারণে অনেককে লাগেজ নিয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দিতে হয়েছে।
সার্বিকভাবে এবারের ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন ও স্বস্তিকর, যদিও শহরে প্রবেশমুখে কিছু সমস্যা দেখা দিয়েছে বলে জানান যাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন