গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২০০, ঘরছাড়া ৩ লাখ

গাজায় গণহত্যার নিকটতর চিত্র: ৪৮ ঘণ্টায় নিহত ২০০, বাস্তুচ্যুত ৩ লাখ

ইসরায়েলি সেনাবাহিনী গত ৪৮ ঘণ্টায় গাজার উত্তরের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

শনিবার (১৭ মে) এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস এ তথ্য জানায়। রোববার (১৮ মে) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পায়।

বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি নৃশংস অধ্যায় যুক্ত হয়েছে। কেবলমাত্র উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে ২০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই হত্যাযজ্ঞ গণহত্যারই একটি ধারাবাহিক প্রক্রিয়া।”

মিডিয়া অফিস আরও জানায়, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার এক হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে। বাস্তুচ্যুত প্রায় ৩ লাখ মানুষকে গাজা শহরের দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের দুর্গত এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছে। ফলে এখনো ধ্বংসস্তূপের নিচে অন্তত ১৪০টি লাশ চাপা পড়ে আছে—যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

উত্তর গাজার জাবালিয়ার তেল আল-জাতার এলাকা, বাইত লাহিয়া শহর এবং আশপাশের অঞ্চলে শরণার্থীদের জন্য স্থাপিত শত শত তাঁবু ইসরায়েলি ড্রোন হামলায় পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। এ ঘটনার সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও কার্যত সহযোগিতা গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

গাজা শহরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া অফিস। আশ্রয়কেন্দ্র ও তাঁবুর চরম ঘাটতির কারণে হাজার হাজার পরিবারকে রাস্তায় বাস করতে হচ্ছে—বিশেষ করে আল-জালাআ স্ট্রিট ও আল-সাফতাউই এলাকায়। খাদ্য, পানি ও ওষুধের সম্পূর্ণ অনুপস্থিতি এবং অব্যাহত অবরোধ ও বিমান হামলার ফলে তারা চরম মানবিক সংকটে রয়েছে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তীব্র আহ্বান জানানো হয়—এই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে, উদ্ধার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে, অবরোধ তুলে মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করতে এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চার দিনের উপসাগরীয় সফরের সময়েই ইসরায়েলি বাহিনী ৩৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তার আগের চার দিনে এই সংখ্যা ছিল প্রায় ১০০—অর্থাৎ ট্রাম্পের সফরের সময় প্রাণহানির হার প্রায় চারগুণ বেড়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২ মার্চ থেকে ইসরায়েল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে—খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এরপর ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবারও হামলা শুরু করে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত ৫৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।


Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language