ব্রেকিং নিউজ

পাটগ্রামে বজ্রপাতে বাবার মৃত্যু, আহত ছেলে


লালমনিরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু, ছেলে আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিম (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা ছেলে লেবু মিয়া আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকায় নিজ বাড়ির পাশের খেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম ওই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সফিরহাট বাজারে পান-সুপারির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুল করিম ও তার ছেলে লেবু মিয়া ঘুম থেকে উঠে ভুট্টা তুলতে খেতে যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হলে তারা বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুল করিমের মৃত্যু হয়। তার ছেলে লেবু মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিমের মৃত্যু হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তার ছেলে লেবু মিয়া বাড়ি ফিরেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language