ব্রেকিং নিউজ

৮ বছরের শিশুকে বলাৎকার, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার


শরীয়তপুরে আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে স্বাধীন মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সখিপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান বেপারীর অনুসারী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে সখিপুর উপজেলার আরশীনগর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বাধীন মোল্লা চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারী কান্দি এলাকার বাবু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় দ্বিতীয় শ্রেণির ওই শিশু নিজ বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় স্বাধীন মোল্লা তাকে খেলনা কিনে দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটি নিখোঁজ হলে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিশুটির দাদি বাড়ির পাশের একটি আমবাগানে তাকে স্বাধীন মোল্লার সঙ্গে দেখতে পান। তাদের দেখে ফেলায় অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।

শিশুটি তখন রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করছিল। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটে যাওয়া ঘটনা জানায় এবং তাকে তাৎক্ষণিকভাবে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ভুক্তভোগী পরিবার সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে স্বাধীন মোল্লাকে গ্রেপ্তার করে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুল হক বলেন, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language