ব্রেকিং নিউজ

পেটের ভেতরে ইয়াবা বহন, শাহজালালে গ্রেপ্তার ১


বিমানবন্দরে যাত্রীবেশে পেটে ইয়াবা বহন, ২৮২০ পিসসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে পেটে ইয়াবা বহনের সময় হোছন আহমদ (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার পেট থেকে ২ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) হোছন আহমদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ মে) কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বিএস-১৫২ যোগে ঢাকায় এসে পৌঁছানোর পর হোছন আহমদকে বিমানবন্দরের বলাকা ভবনের উত্তর পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ ও পর্যবেক্ষণের জন্য এপিবিএন অফিসে নেওয়া হলে, তিনি পেটে করে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের কাছে। এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে ডিম্বাকৃতির ৩০টি বস্তু দেখা যায়।

পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে তার পায়ুপথ দিয়ে প্রাকৃতিক উপায়ে বের করে আনা হয় স্কচটেপ মোড়ানো ৩০টি পোটলা। প্রতিটি পোটলায় ছিল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। মোট ২ হাজার ৮২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এপিবিএন আরও জানায়, হোছন আহমদ দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language