ব্রেকিং নিউজ

মুর্শিদাবাদের সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টা, তীব্র প্রতিবাদ অন্তর্বর্তী সরকারের



ঢাকা, ১৭ এপ্রিল: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে ভারত সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।"

তিনি আরও বলেন, "বাংলাদেশ সরকার মুর্শিদাবাদে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ঘটনার নিন্দা জানায়।"

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, গত সপ্তাহে মুর্শিদাবাদে বিতর্কিত ওয়াক্ফ আইন সংশোধনের প্রতিবাদে মুসলিমদের একটি বিক্ষোভ সমাবেশ সহিংস রূপ নেয়। এ ঘটনায় কয়েকজন হতাহত হন এবং বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language