ব্রেকিং নিউজ

গণভোটের প্রয়োজন ভবিষ্যৎ পার্লামেন্ট ঠিক করবে: সালাহউদ্দিন আহমদ



১৭ এপ্রিল, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যৎ পার্লামেন্ট যদি গণভোটের প্রয়োজন মনে করে, তবে তা হতে পারে। তবে ঢালাওভাবে গণভোট আয়োজন করা হলে পরিস্থিতি জটিল হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, "৬টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনো বিষয়ে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়নি। সংবিধান সংস্কারসহ প্রজাতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে বিএনপি একমত।"

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়েও বিএনপি তাদের মতামত দিয়েছে বলে জানান সালাহউদ্দিন। তিনি বলেন, "অর্থবিল ও সংবিধান সংশোধন বিল ছাড়া সংসদ সদস্যদের বিল উত্থাপনের সুযোগ থাকা উচিত। না হলে সংসদে সরকারের জবাবদিহিতা দুর্বল হয়ে পড়বে।"

জাতীয় কনস্টিটিউশন বাস্তবায়ন হলে তা একেবারেই নতুন কাঠামো হবে বলে মত দেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, "এ ধরনের কাঠামো রাষ্ট্র বা বিচার বিভাগকে দুর্বল করতে পারে কিনা, তা ভেবে দেখা জরুরি। তবে আমরা এতে একমত নই।"

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, "আমরা ৫ম সংশোধনীর রাষ্ট্র পরিচালনার মূলনীতির ধারাতেই থাকতে চাই। বিএনপি বহুত্ববাদে বিশ্বাস করে না এবং ধর্মনিরপেক্ষতার বিষয়েও আমাদের একমত নয়।"

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language