ঢাকা, ১৮ এপ্রিল — বর্তমান সংবিধানের অধীনে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে 'অবৈধ' বলে আখ্যায়িত করেছেন বিশিষ্ট চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মজহার। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকার অবৈধ হলেও তার সমর্থন এই সরকারের প্রতি থাকবে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় তিনি বর্তমান সংবিধান, সরকারব্যবস্থা ও দেশের সাংস্কৃতিক অবস্থা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
ফরহাদ মজহার বলেন, “সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে বিপ্লব বলা ঠিক নয়, কারণ প্রকৃত বিপ্লব হলে পূর্ববর্তী নিয়ম-নীতির কোনো ধারা অব্যাহত থাকে না। সেখানে জন্ম নেয় নতুন ব্যবস্থা, নতুন দৃষ্টিভঙ্গি।” তিনি নতুন বাংলাদেশ গঠনে সাংস্কৃতিক জাগরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় ধর্মীয় প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তৌহিদী জনতা বা চেতনার নামে আল্লাহর কোনো সৃষ্টিকে দূরে সরিয়ে রাখা উচিত নয়।” তিনি সমাজে সহনশীলতা ও সমন্বয়ের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, “বাংলাদেশে বিদেশি বিনিয়োগ অবশ্যই স্বাগত। তবে তা যেন দেশের কৃষি জমির ক্ষতি না করে, সে বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন।” এ ক্ষেত্রে একটি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নীতিমালা তৈরির আহ্বান জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন