২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে অভিষেক ঘটে রুকাইয়া জাহান চমকের। এরপর ২০২০ সালে তিনি অভিনয় শুরু করেন এবং অল্প সময়েই নজর কাড়েন দর্শকদের। ‘ভাইরাল হাজব্যান্ড’ নাটকে অনবদ্য অভিনয়ের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এবার বাস্তব জীবনেই তিনি হয়ে উঠেছেন ‘ভাইরাল স্ত্রী’। আন্দামানের নীল জলে রোমান্টিক ছুটিতে সময় কাটাচ্ছেন তার ‘রাজা’ স্বামী আজমান নাসিরের সঙ্গে।
গত বছরের জুনে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়ি পরে ঘরোয়াভাবে বিয়ে করে গণমাধ্যমে চমক সৃষ্টি করেছিলেন চমক। তবে এবার তিনি ধরা দিয়েছেন একেবারে ভিন্নরূপে—ওয়েস্টার্ন লুকে! হাতে রোদচশমা, মুখে মিষ্টি হাসি, আর স্বামীর গালে এক চুমু—সব মিলিয়ে যেন রীতিমতো রোমান্সের জীবন্ত পোস্টার!
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে চমক-নাসির জুটিকে দেখা গেছে প্রাণবন্ত ও প্রেমময় মুডে। ভক্তরা যেমন চমকে গেছেন, তেমনি মুগ্ধতায় ভাসছেন—কমেন্ট বক্স যেন ভালোবাসা আর প্রশংসায় উপচে পড়ছে।
চমক নিজেও ক্যাপশনে রাখলেন এক চমৎকার ছোঁয়া। লিখেছেন,
“সে এখন আর শুধু একজন মানুষ নয়, তাকে আমি আমার রাজা হিসেবে গড়ে তুলেছি। প্রিয়, তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখব, পাশাপাশি একসঙ্গে থাকব, একসঙ্গে নিশ্বাস নেব।”
চমকের অভিনীত জনপ্রিয় নাটক ও ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে—‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হাজব্যান্ড’ ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন