রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে ডিএনসিসির অভিযান, শতাধিক যান জব্দ
রাজধানীর ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৩ মে) ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।
ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, “দীর্ঘদিন ধরেই নগরবাসীর দাবি ছিল অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা অপসারণের। সেই দাবির ভিত্তিতেই আজ থেকে অভিযান শুরু হলো।”
প্রশাসক আরও জানান, পর্যায়ক্রমে পুরো ঢাকার সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা অপসারণ করা হবে এবং পরিবর্তে সরকার অনুমোদিত পরিবহন নামানো হবে। এসব পরিবহন চালাতে চালকদের প্রশিক্ষণ দেয়া হবে, এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভিত্তিক চালকের লাইসেন্স ব্যবস্থা চালু করা হবে।
ডিএনসিসি সূত্র জানায়, সড়ক দুর্ঘটনা ও যানজটের বড় একটি কারণ হয়ে উঠেছে অনিয়ন্ত্রিত ও লাইসেন্সবিহীন এসব যান। তাই নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন