ব্রেকিং নিউজ

বিজিবির প্রতিবাদের মুখে ছিনিয়ে নেওয়া তিন নৌকা ফেরত দিল বিএসএফ



সাতক্ষীরা, ২০ এপ্রিল:

বাংলাদেশি জেলেদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া তিনটি মাছ ধরার নৌকা ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (২০ এপ্রিল) সাতক্ষীরার কালিন্দি নদীর জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে এসব নৌকা ও অন্যান্য মালামাল ফেরত দেয়া হয়।

সীমান্তবর্তী কৈখালী ক্যাম্পের বিজিবি সুবেদার আবু বক্কার জানান, শুধু নৌকাই নয়, বিএসএফ জেলেদের জাল, দড়ি, অন্যান্য সরঞ্জাম ও নগদ টাকাও ফেরত দিয়েছে। তিনি বলেন, “বিএসএফের এই সহযোগিতাকে আমরা ইতিবাচকভাবে দেখছি, তবে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য আমরা তাদের সতর্ক করেছি।”

এর আগে গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) সুন্দরবনের বয়ারসিং এলাকায় বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় বিএসএফ সদস্যরা স্পিডবোটে করে এসে তিনটি নৌকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনার পর ১৯ ও ২০ এপ্রিল দু’দফা বৈঠক হয় বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে। বৈঠকে অংশ নেন বিজিবির কৈখালী ক্যাম্পের সুবেদার আবু বক্কার এবং বিএসএফের শমসেরনগর ক্যাম্পের কর্মকর্তারা।

বিজিবি জানায়, বাংলাদেশি জেলেরা নিয়মিতভাবে নির্ধারিত সীমার মধ্যে থেকেই মাছ ধরছিলেন, তবু বিএসএফ আন্তর্জাতিক প্রটোকল ভঙ্গ করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এ ঘটনা ঘটায়। বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরার পর বিএসএফ নৌকা ও মালামাল ফেরত দিতে বাধ্য হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language