ব্রেকিং নিউজ

আর্জেন্টিনাকে রীতিমতো উড়িয়ে দিয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বাংলাদেশ


ফুটবলের ঐতিহ্যবাহী পরাশক্তি আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়ে এক ভিন্নধর্মী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তবে এটি মাঠে অনুষ্ঠিত কোনো প্রতিযোগিতা নয়, বরং ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ আয়োজিত ফেসবুকভিত্তিক এক পোল প্রতিযোগিতা।

আয়োজন ও অংশগ্রহণ ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামে পরিচিত এই টুর্নামেন্টে অংশ নেয় ৬৪টি দেশ। প্রতিটি রাউন্ডে দুটি দেশের জন্য নির্দিষ্ট দুটি রিঅ্যাকশন বাটনের (লাভ ও কেয়ার) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সমর্থকদের ভোটের ভিত্তিতেই প্রতিটি দল পরবর্তী ধাপে উন্নীত হয়।

বাংলাদেশের জয়ের পথচলা প্রতিটি রাউন্ডেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে বাংলাদেশ। চূড়ান্ত পর্বেও একই ধারা বজায় রেখে শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে পরাজিত করে লাল-সবুজের দল। ২১ ঘণ্টাব্যাপী এই অনলাইন ভোটে বাংলাদেশ পায় ৯ লাখ ১৬ হাজার ভোট, যেখানে আর্জেন্টিনার প্রাপ্ত ভোট মাত্র ১৯ হাজার।

ব্রাজিলকেও হারিয়েছে বাংলাদেশ শুধু আর্জেন্টিনা নয়, চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ রাউন্ড অব সিক্সটিনে ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিলকেও হারিয়েছে। এই জয়ের ফলে অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের শক্তিশালী অবস্থান আরও একবার প্রমাণিত হলো।

যদিও এটি কোনো বাস্তব ফুটবল প্রতিযোগিতা নয়, তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এই জয়কে নিজেদের জন্য গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সমর্থকদের এমন ঐক্যবদ্ধ অংশগ্রহণ ফুটবলের প্রতি তাদের ভালোবাসারই প্রতিফলন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language