ব্রেকিং নিউজ

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ


শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এই সংঘর্ষ হয়। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও আওয়ামী লীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকবার দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। শনিবার সকালে তুচ্ছ কথাকাটাকাটির জেরে আবারও উত্তেজনা তৈরি হয়, যা দ্রুত রূপ নেয় সংঘর্ষে। অনেকে বালতিতে করে হাতবোমা নিয়ে সংঘাতে অংশ নেয়। একের পর এক বিকট বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।


জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকা নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”


এ বিষয়ে বক্তব্য জানতে চেয়েও কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।


এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে, পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language