ঢাকা, ২১ এপ্রিল ২০২৫: রাজধানীর চানখারপুলে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে ৮ জনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এই ঘটনায় জুলাই-আগস্ট সময়ে সংঘটিত সহিংসতার মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ প্রতিবেদন বলে জানা গেছে।
তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ট্রাইব্যুনাল শিগগিরই মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন