ঢাকা, ২১ এপ্রিল ২০২৫: শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন—বিশ্ববাসীকে এই ‘থ্রি জিরো’ ভিশন বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার স্থানীয় সময় সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৮১তম অধিবেশনে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, “পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় নানা বাধা ও বৈষম্য থাকা সত্ত্বেও বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, জলবায়ু সংকট এবং নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি, টেকসই ভবিষ্যৎ গঠনে যুবসম্ভাবনা ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগাতে হবে।
ব্যাংককে শুরু হওয়া এ অধিবেশনে ৫৩টি সদস্য রাষ্ট্র ও ৯টি সহযোগী সদস্য অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।
একটি মন্তব্য পোস্ট করুন